এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ মানেই দক্ষিণ কোরিয়ার একক আধিপত্য। এতদিন এমনটাই ছিল নিয়মিত ঘটনা। রিকার্ভ কিংবা কম্পাউন্ড, একক কিংবা দলগত সবখানেই কোরিয়ান আর্চাররা ছিল ধরাছোঁয়ার বাইরে। তবে দীর্ঘ এক যুগ পর কোরিয়ানদের আধিপত্য শেষ করল ভারত। গতকাল শেষ হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর। স্বাগতিক বাংলাদেশ একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। বন্যা ও হিমু কম্পাউন্ডের মিশ্র দলগতে রুপা উপহার দিয়েছেন বাংলাদেশকে। এ ছাড়া কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জয় করেন কুলসুম। ভারত জয় করেছে ৬টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ পদক (মোট ১০টি)। দক্ষিণ কোরিয়া দুটি সোনার পদকসহ মোট ৯টি পদক জিতে দ্বিতীয় হয়েছে। ২০১৩ সালের পর থেকে টানা পাঁচটি আসরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সেরা দল ছিল দক্ষিণ কোরিয়া। ২০১৫ সালে ৬টি, ২০১৭ সালে ৮টি, ২০১৯ সালে ৯টি, ২০২১ সালে ৯টি এবং ২০২৩ সালে ৬টি সোনার পদক জিতে শীর্ষস্থান অর্জন করে কোরিয়ানরা। ২০১৩ সালে ৪টি সোনার পদক জিতে শীর্ষস্থান দখল করেছিল ভারত। দীর্ঘ এক যুগ পর তারা ফের শীর্ষস্থান দখলে নিল। এবার রিকার্ভে ৩টি ও কম্পাউন্ডে ৩টি সোনার পদক জিতে আধিপত্য দেখান ভারতীয় আর্চাররা।