মানবিক সহায়তার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমর্থনে ১২ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। জামায়াতের সরাইল উপজেলা শাখা গতকাল সকালে সদর ইউনিয়ন কার্যালয়ের সামনে এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জেলা আমির মাওলানা মোবারক হোসাইন। তিনি বলেন, ‘জামায়াত মানবতার কল্যাণে সব সময় নিবেদিত। সমাজের যেসব স্থানে মানবতার বিপর্যয়, সেখানে জামায়াত সর্বাগ্রে এগিয়ে আসে।’ সরাইল উপজেলা আমির এনাম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান জাবেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।