কলকাতার ইডেন গার্ডেনসে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে জাসপ্রিত বুমরাহর পেসে নাকাল হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ডানহাতি এই পেসারের ৫ উইকেটে মাত্র ১৫৯ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে প্রোটিয়ারা।
ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে ভারত। এখনো ১২২ রান অতিক্রম করতে হবে তাদের।
টসে জিতে অবশ্য শুরুতে ব্যাটিংই বেছে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শুরুটা মন্দ করেনি প্রোটিয়ারা। ৫৭ রানের ওপেনিং জুটি গড়েন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। তবে এরপরই বুমরাহর আঘাতে দিশেহারা হয়ে যান তারা। ৬২ রানের মধ্যে এই দুই ওপেনারকে ফেরান ডানহাতি এই পেসার।
মাঝে আঘাত হানেন কুলদীপ যাদব। ফিরিয়ে দেন উইয়ান মুল্ডার ও অধিনায়ক টেম্বা বাভুমাকে। ৫৫ বলে ২৪ রান করা টনি ডি জর্জিকেও মাঝের দিকে আউট করেন বুমরাহ। তিনি শেষ দিকে শিকারে পরিণত করেন সিমন হার্মার ও কেশাভ মহারাজকে। টেস্টে ১৬তম বারের মতো নেন ৫ উইকেট। মাঝে কাইল ভেরাইন্নে ও মার্কো জেনসেনকে আউট করেন মোহাম্মদ সিরাজ। বাকি উইকেটটি অক্ষর প্যাটেলের। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩১ রান হয়ে থাকে মার্করামের।
অল্প রান অতিক্রম করতে গিয়ে তোপের মুখে পড়েন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল আর লোকেশ রাহুলও। তবে ১২ রান করে জেনসেনের বলে জয়সোয়াল আউট হলেও বাকি সময়টুকু ওয়াশিংটন সুন্দরকে নিয়ে নির্বিঘ্নেই পার করে দেন রাহুল। যদিও আলোকস্বল্পতায় এদিন প্রত্যাশিত ওভার খেলা হয়নি।
বিডি-প্রতিদিন/আশফাক