রাশিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় কারেলিয়া প্রজাতন্ত্রে একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সুখোই সু–৩০ যুদ্ধবিমানে এমন দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি জনমানবহীন এলাকায় পড়ে এবং এতে কোনো লাইভ অস্ত্র বহন করা হচ্ছিল না। রুশ আইন–শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ বলে পরিচিত টেলিগ্রাম চ্যানেল বাজা জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রিওনেঝস্কি জেলায় লেক লসোসিনস্কোয়ের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি।
কারেলিয়ার আঞ্চলিক প্রধান আরতুর পারফেনচিকভ বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিগ্রামে দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, নিহত দুইজনই ১৫৯তম ফাইটার এভিয়েশন রেজিমেন্টে কর্মরত ছিলেন। পারফেনচিকভ আরো জানান, জরুরি উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে নিহতদের স্বজনদের ‘প্রয়োজনীয় সহায়তা’ দেওয়া হবে।
১৫৯তম ফাইটার এভিয়েশন রেজিমেন্টের বিমানগুলো ফিনল্যান্ড সীমান্ত–সংলগ্ন রুশ আকাশসীমা টহল দেয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই অঞ্চলের বিমান প্রতিরক্ষায়। সূত্র: মস্কো টাইমস, রয়টার্স
বিডি প্রতিদিন/এএম