বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অত্যন্ত ব্যস্ত সময় চলছে। ফুটবল, ক্রিকেট, হকি তিন শীর্ষ দলীয় খেলার পাশাপাশি ইনডোর গেমস দাবাতেও রয়েছে গ্র্যান্ডমাস্টারের মত বড় টুর্নামেন্ট।
শনিবার বিকেলে ধানমন্ডির নাসিম টাওয়ারে লিওনাইন চেস ক্লাবে এ প্রতিযোগিতা শুরু হবে। এই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট লিওনাইন চেস ক্লাবের আয়োজন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় হচ্ছে।
এতে অংশগ্রহণ করছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আবদি মালেক ও ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হুয়া। বাংলাদেশের তিন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, মনন রেজা নীড়, আবু সুফিয়ান শাকিলের সঙ্গে রয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানি। সাকলাইন সাজিদ ও তাহসিন তাজওয়ার জিয়ার পাশাপাশি ফিদে মাস্টর হিসেবে রয়েছেন ভারতের ভিদান্ত।
শুক্রবার অংশগ্রহণকারী দাবাড়ুদের নম্বর ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী শনিবার প্রথম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার ভিদান্ত পানিসার ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সাথে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানির সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদি মালিকের সাথে ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হুয়ার সঙ্গে খেলবেন।
এ ইভেন্ট থেকে গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য ৯ খেলায় ৭ পয়েন্ট এবং আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য প্রয়োজন হবে ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্টের। বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার জন্য জিএম আর ফিদে মাস্টার সাকলাইন সাজিদের জন্য আন্তর্জাতিক নর্ম আদায়ের টুর্নামেন্ট এটি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবেন পাঁচ শত মার্কিন ডলার। রানার-আপ পাবেন তিন শত মার্কিন ডলার। তৃতীয় স্থান লাভকারী পাবেন দুই শত মার্কিন ডলার নগদ অর্থ পুরস্কার।
বিডি প্রতিদিন/কেএ