শীত শুরু হওয়ায় নদীতে তেমন একটা মিলছে না ইলিশ মাছ। সিংহভাগ জেলে ফিরছেন খালি হাতে। যা ধরা পড়ছে তার দাম লাখ টাকা ছাড়িয়েছে। বরিশাল নগরীর মোকাম পোর্ট রোড ঘুরে জানা গেছে, তিন দিন ধরে বাজারে খুব কম ইলিশ মাছ উঠছে। শীতের কারণে নদীতে ইলিশ মাছ কম আসছে। তাই বাজারে ইলিশ মাছের দাম বেশি। বর্তমানে বাজারে দেড় কেজি সাইজের ইলিশ নেই। ১ কেজি ২০০ গ্রাম সাইজের যে ইলিশ উঠছে, তার প্রতি কেজির দাম ২ হাজার ৯০০ টাকা, এক কেজি সাইজ ২ হাজার ৭০০ টাকা, ৯০০ গ্রাম সাইজ ২ হাজার ৩০০ টাকা, ৫০০ গ্রাম ওজন সাইজের মাছ ১ হাজার ৮০০ টাকা ও ৪০০ গ্রাম সাইজ ১ হাজার ২০০ ও ৩০০ গ্রাম সাইজ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পোর্ট রোডের পাইকারি ও খুচরা বিক্রেতা আকতার হোসেন বলেন, বাজারে তেমন মাছের আমদানি নেই। আজ (গতকাল) মাত্র ৫/৭ মণ মাছ বিক্রি হয়েছে। যেখানে এ বাজারে আগে সর্বনিম্ন শত মণ মাছ বিক্রি হতো। সামনে একটি জো রয়েছে। আশা করি তখন আবার ইলিশ মাছ পাওয়া যাবে।