সাংবাদিক ও গীতিকবি মাহমুদ মানজুর রচিত দেশের ১২ জন শীর্ষ গীতিকবির জীবনীভিত্তিক গ্রন্থ ‘গীতিজীবন’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা আজব প্রকাশ। শুক্রবার সন্ধ্যায় এই গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অন্যতম দুই গীতিকবি মুনশী ওয়াদুদ ও লিটন অধিকারী রিন্টু, লেখক মাহমুদ মানজুর, প্রকাশক জয় শাহরিয়ারসহ সংগীত ও সাহিত্য জগতের অনেকেই।
৬০০ টাকা মূল্যের এই গবেষণা ও সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্যতে স্থান পেয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল এবং গাজী মাজহারুল আনোয়ারের জীবনচিত্র।
‘গীতিজীবন’ প্রসঙ্গে লেখক মাহমুদ মানজুর বলেন, ‘টানা ২৫ বছর ধরে লিখছি। সংবাদমাধ্যম ও গীতিকবিতায়। বছর তিনেক ধরে তাগিদ অনুভব করলাম, একটা দরকারি গ্রন্থ তৈরি করার। যেটা কেউ করেনি আগে। সেই বিবেচনায় দেশের শীর্ষ ১২ জন স্বনামধন্য গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই তুলে ধরার চেষ্টা চালিয়েছি এই গ্রন্থের মাধ্যমে। গীতিকবিদের নিয়ে এই ধারাবাহিকতা আমি সামনেও রক্ষা করতে চাই।
বিডি প্রতিদিন/হিমেল