মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গত ২৩ অক্টোবরের দুপুরটা ছিল অন্য দিনের চেয়ে আলাদা। সদ্যোজাত কন্যা শিশুর কান্না থামতেই তার মা মনিকা বেগম ক্লান্ত চোখে সন্তানের মুখের দিকে তাকিয়ে ছিলেন। এমন সময় খবর এলো জেলা প্রশাসক আসছেন তাকে শুভেচ্ছা জানাতে। স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেওয়ায় তিনি পাবেন ফুল, উপহার আর নবজাতকের বিনামূল্যে জন্মসনদ। মা-শিশুর কক্ষে তখন আবেগঘন পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। ফুল হাতে তিনি এগিয়ে গিয়ে কোমল হাসিতে বললেন, আপনি দৃষ্টান্ত তৈরি করেছেন। আমাদের জেলায় নরমাল ডেলিভারি বাড়ানোর জন্য আপনি অনুপ্রেরণা। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, আমরা দেখছি অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় সিজার হচ্ছে।
এর ফলে মা-শিশুর দীর্ঘসময় ভোগান্তি, অতিরিক্ত খরচ এবং শারীরিক ঝুঁকি বাড়ে। নরমাল ডেলিভারি নিরাপদ, মা-শিশুর জন্য স্বাস্থ্যকর। তাই আমরা উৎসাহ দিতে এ মানবিক পদক্ষেপ নিয়েছি।