জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ১৯ নভেম্বর ভারত সফরে যাচ্ছেন। সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন।
জানা গেছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) আওতায় আয়োজিত এ বৈঠকটি দিল্লিতে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভারত মহাসাগর ঘিরে থাকা পাঁচ দেশের সমন্বয়ে গঠিত এ প্ল্যাটফর্মে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে ড. খলিলুর রহমানকে অক্টোবর মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। সেই আমন্ত্রণেই তিনি এবার দিল্লি যাচ্ছেন।
এবারের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ভারত।
সূত্র: বাংলা নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল