বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে মুন্সীগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোশারফ হোসেন পুস্তি।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হাতিমারা বাজারসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়।
প্রচারণায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। মোশারফ হোসেন ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলতে এবং ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানান। পাশাপাশি তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো সঠিক পথে ফিরিয়ে আনতে এ দফাগুলো ঐতিহাসিক পদক্ষেপ।
তিনি পথচারী, ব্যবসায়ী, যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ