তিন বিচারক সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা ও জিনিয়া জাফরিন লুইপাকে নিয়ে শুরু হয়েছে গানের রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’।
প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে এই শো আয়োজন করেছে আরটিভি। রিয়েলিটি শো ‘লিটল স্টার-আগামীর কণ্ঠস্বর’ প্রচার হয় প্রতি শনি ও বুধবার সন্ধ্যা সোয়া ৬টায়।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রায় ১২ হাজার প্রতিযোগী আবেদন করে। প্রাথমিকভাবে ৫ হাজার প্রতিযোগীকে বাছাই করেন বিচারকেরা।
তাদের বিচার-বিশ্লেষণে ১৫০ জন প্রতিযোগীকে বাছাই করা হয় স্টুডিও রাউন্ডের জন্য। এই প্রতিযোগীদের নিয়ে শুরু হচ্ছে আরটিভি লিটল স্টার-আগামীর কণ্ঠস্বরের পরবর্তী বাছাই পর্ব।
প্রতিযোগিতার এসব পর্বে থাকবে রবীন্দ্র, নজরুল ও লোক সংগীত। সঙ্গে আছে আধুনিক গান এবং ব্যান্ড সংগীতও। পোর্টেবল স্পিকার
আরজু আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। টিভি পর্দার পাশাপাশি অনুষ্ঠানটি দেখা যাবে আরটিভির ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ