ঢাকাই চলচ্চিত্রে সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ ছবির শেষ দৃশ্যে সালমানকে ফাঁসির মঞ্চে যে জল্লাদ জমটুপি পরিয়ে দেয় তার কথা নিশ্চয়ই দর্শকদের মনে আছে। গোঁফওয়ালা দানবরূপী সেই জংলি মুখমণ্ডলের মানুষটির নাম কাদের, আলহাজ মোহাম্মদ আবদুল কাদের মৃধা। ১৯৩৯ সালের ২৩ সেপ্টেম্বর গফরগাঁওয়ের লংগাইর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আর্থিক অভাবের কারণে কর্মের উদ্দেশ্যে ঢাকায় পাড়ি জমান। যৌবন বয়সে মাঝে মাঝে গ্রামের মঞ্চনাটকে অভিনয় করতেন। ১৯৬৮ সালে এফডিসির এক কর্মকর্তার কল্যাণে দ্বাররক্ষক হিসেবে নিয়োগ পান। কাজের অবসরে বিভিন্ন চলচ্চিত্রে কাজ করতে থাকেন, বেদের মেয়ে জোসনা, রঙ্গিন রূপবানসহ রাজকীয় অনেক ছবিতে। অনেক বড়মাপের তারকা যারা একসময় তারকা হয়ে ওঠেননি এবং অভিনয়ের নেশায় এফডিসির গেটে ভিড় জমাতেন তাদের অনেকেই কাদেরের লাঠির আঘাত ও তাড়া খেয়েছেন বলে চলচ্চিত্রকাররা জানান। প্রয়াত কৌতুক অভিনেতা টেলিসামাদ এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিনয় করার আশায় এফডিসিতে ঢুকতে গিয়ে কতবার যে কাদেরের লাঠির তাড়া খেয়েছি তার হিসাব নেই। ২০০১ সালের ১৯ জুন এ জনপ্রিয় মানুষ পরলোক গমন করেন।