নির্জীব প্রথমার্ধের পর যেন অন্য রূপে ফিরল ফ্রান্স। বিশ্বকাপ বাছাইপর্বে পার্ক দে প্রিন্সে দ্বিতীয়ার্ধে দিদিয়ের দেশর দল রীতিমতো ঝড় তোলে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সাবেক চ্যাম্পিয়নরা। এদিকে জোড়া গোলের সুবাদে এমবাপ্পে তার ক্যারিয়ারে ৪০০ গোলের দেখা পেয়েছেন। মাত্র ২৬ বছর বয়সে এত গোলের দেখা পেয়েছেন তিনি। এবার তার লক্ষ্য পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হাজার গোলের মাইলফলক ছোঁয়া।