মনে করুন, সৌরজগতের বাইরে থেকে ছুটে আসা রহস্যময় কোনো বস্তু হঠাৎই পৃথিবীর দিকে ধেয়ে এলো। ঠিক কোথায় আঘাত হানতে পারে? এটা জানতে নতুন এক গবেষণায় উচ্চঝুঁকির অঞ্চল চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির ড্যারিল সেলিগম্যানের নেতৃত্বে করা এই গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের (ইকুয়েটর এলাকা) প্রতি আন্তর্মহাজাগতিক বস্তুর আঘাতের ঝুঁকি সবচেয়ে বেশি। তুলনামূলকভাবে উত্তর গোলার্ধ যেখানে পৃথিবীর প্রায় ৯০ শতাংশ মানুষ বাস করে, সেখানে আঘাত লাগার সম্ভাবনাও সামান্য বেশি।
গবেষকরা কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে এসব বস্তু পৃথিবীর দিকে এলে তাদের গতিপথ, গতি ও প্রবেশদিক বিশ্লেষণ করেছেন। তারা জানিয়েছেন, এসব বস্তু দুই দিক থেকে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা থাকে। সোলার অ্যাপেক্স (সূর্যের গ্যালাক্সিতে চলার দিক) এবং গ্যালাক্টিক প্লেন (আকাশগঙ্গার ঘন তারাসমৃদ্ধ অংশ)।
বিশেষ করে বসন্তকালে পৃথিবী সোলার অ্যাপেক্সের দিকে এগোতে থাকায় উচ্চগতির বস্তু আঘাত হানার ঝুঁকি বাড়ে। তবে সামগ্রিকভাবে শীতকালে আঘাতের সম্ভাবনা বেশি। কারণ তখন পৃথিবী ‘অ্যান্টি-অ্যাপেক্স’ দিকের মুখে থাকে।
গবেষকেরা আরও জানান, এসব বস্তু তুলনামূলক ধীরগতিতে পৃথিবীর কাছে আসে এবং সূর্যের মাধ্যাকর্ষণে সহজে প্রভাবিত হয়। নাসা অবশ্য জানিয়েছে, সম্প্রতি আবিষ্কৃত ৩আই-অ্যাটলাস ধূমকেতু পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নয়।
বিডিপ্রতিদিন/কবিরুল