শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। দীর্ঘ ২৮ বছর পর সবাই একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
তবে শাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার অভিযোগ তুলে ঘোষিত এ তারিখকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা রেজিস্ট্রার ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনকে রেজিস্ট্রার ভবনে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি। ১৪ ও ১৬ তারিখ জাতীয় দিবসের কারণে ক্যাম্পাস বন্ধ। শিক্ষার্থীরা অনেকেই ১৩ তারিখের পর বাসায় চলে যাবে। এই তারিখ ঘোষণা করে নির্বাচন বানচাল করতে চাচ্ছে একটি পক্ষ। তাদের দাবি, আগামী ৮ ডিসেম্বর শাকসু নির্বাচন দিতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ