নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বরফ জমা হারলেম নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া ১৬ বছরের এক তরুণীকে রক্ষা করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশি পুলিশ অফিসার শুয়াইবুল আমিনসহ তিনজন। ওই তরুণীকে রক্ষার কাজে বাংলাদেশি পুলিশ অফিসারের সঙ্গে নিউইয়র্ক পুলিশের আরও দুই সদস্য ছিলেন। সবাইকে প্রশংসিত করে বৃহস্পতিবার নিউইয়র্কের সংবাদপত্র ডেইলি নিউজ ‘কপস সেভ সুইসাইডাল গার্ল, ১৬, হো জাম্পড ইন ফ্রিজিং হারলেম রিভার’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
তরুণীকে রক্ষার এ ঘটনাটি ঘটে ১১ নভেম্বর। এ সময় ফরিদপুরের সন্তান শুয়াইবুল আমিনের (২৭) নেতৃত্বে অন্য দুই পুলিশ সদস্য ছিলেন ভারতীয় অঙ্কিত গুপ্ত (২৭) এবং হিসপ্যানিক উইলমার গুয়েরেরো (৩২)। ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, টহল পুলিশের দলটি তরুণীকে হারলেম নদীর ওপর নির্মিত ব্রিজের কার্নিশ বেয়ে ওপরে উঠতে দেখেন। সেখানে সুস্থ কোনো মানুষের ওঠার কথা নয়। তাই ওই তিন পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তরুণীর কাছে যান। তাকে সেখান থেকে নেমে আসার অনুরোধ জানিয়েও সাড়া না পেয়ে শুয়াইবুল আমিন তরুণীর হাত ধরার চেষ্টা করেন। কিন্তু তরুণী নদীর হিমজলে লাফ দেন। এরপর ২০ থেকে ৩০ ফুট দূরে গভীর পানিতে ডুবতে দেখে এ তিন পুলিশ জ্যাকেট ও রিভলবার খুলে রেখে বরফ নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে তরুণীকে উদ্ধার করেন।