ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে করা মামলায় অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
এর আগে এদিন বিকেলে তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন আসামি এরশাদকে আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত প্রায় ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ ড. এরশাদ হালিমকে আটক করে। পরে রসায়ন বিভাগের এক শিক্ষার্থী বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, অধ্যাপক এরশাদ শিক্ষার্থীদের বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতন করতেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলো।
বিডি প্রতিদিন/হিমেল