নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বগুড়ার উন্নয়নে বগুড়ার কৃতী সন্তান তারেক রহমানের হাতে হাত রেখে কাজ করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে বলেছেন, তিনি বগুড়ার সন্তান। আমি নিজেও বগুড়ার সন্তান। তাই বগুড়া সিটি করপোরেশন, বগুড়া পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব উন্নয়নে কাজ করব। গতকাল বগুড়া শহরের পিটিআই মোড় এলাকায় নিজ বাসভবনে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, একটি সুখী সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না। আমি বিএনপির সঙ্গে কথা বলেছি, আমরা যৌথভাবে নির্বাচন করব। তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশের মানুষ কোনো ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে হয়ে গেছে। এবার সুযোগ এসেছে মানুষের ভোট দেওয়ার। তাই দেখে, বুঝে ভালো মানুষকে ভোট দিতে হবে। বাংলাদেশকে বদলে দিতে হলে নিজেদেরও বদলাতে হবে।
সাবেক এই ডাকসু ভিপি বলেন, বিএনপিতে অনেক মেধাবী মানুষ আছেন। তাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সম্মান করেন। আমার মনে হয় তিনি জাতীয় সরকার গঠন করবেন। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বিএনপির মহাসচিব বলেছেন যে, কিছু কিছু আসন জোট প্রার্থীদের জন্য খালি রাখা হয়েছে। আমি বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করব এটা আমার ঘোষিত কথা। আমাদের জোটের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আমাদের ঘোষণার ওপর সম্মান রেখে তাঁরা বলেছেন- সেটা আমি দাবি করব না। তবে আমি যেখান থেকে নির্বাচন করতে চাই এটা জোটের নেতারা এবং বিএনপির নেতাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানেন। তিনি আরও বলেন, গত ২০১৮ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমার বিজয় নিশ্চিত ছিল। তখন আমার প্রতীক ছিল ধানের শীষ। বগুড়াতে ধানের শীষের অসাধারণ জনপ্রিয়তা ছিল এবং আছে। তাঁরা এখন জানেন যে আমরা জোটগতভাবে ভোট করব। এলাকার লোকজনও মনে করেন যে আমি জোটের প্রার্থী হয়ে আসব।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা বগুড়াকে অবহেলার চোখে দেখেছেন। বিমাতাসুলভ আচরণ করেছেন। যে কারণে ১৫-১৬ বছর বগুড়ায় উন্নয়ন বন্ধ করে রেখেছিলেন। যেহেতু বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি বগুড়ায় সেহেতু বগুড়ার মানুষ তাঁকে শ্রদ্ধা করেন ভালোবাসেন। আমি আশা করি এ নির্বাচনে বিএনপি একক প্রতিদ্বন্দ্বী। জনগণের ভোটে তারা জিতবে এবং সরকার গঠন করবে। সেই সঙ্গে প্রত্যাশা করি বগুড়ার মানুষ যে রকম সুষম উন্নয়ন চায় বগুড়াতে সেরকম সুষম উন্নয়নের ধারা শুরু হবে।