পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশুদের অংশগ্রহণে হয়ে গেল পরিচ্ছন্নতা খেলা। পরিবেশবিষয়ক সংগঠন রোটারি ক্লাব অফ ইকো ঢাকা আয়োজিত এই খেলায় ৩০ শিশু অংশ নেয়। এ শিশুদের নদী, পাখি, ফুলের নাম নিয়ে কয়েকটি দল গঠিত হয়। হাতে গ্লোভস মুখে মাস্ক লাগিয়ে পরে তারা প্রতিযোগিতার মাধ্যমে প্রাণ, প্রকৃতি, পরিবেশের ক্ষতি করে এমন আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে রাখে।
খেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলকে ছাড়াও সব শিশুকে পুরস্কৃত করা হয়। এর আগে তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই এলাকায় শেষ হয়। শোভাযাত্রায় স্থানীয় পরিবেশ কর্মী, কৃষক, শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
আয়োজকরা জানান, তেঁতুলিয়ায় এই অনুষ্ঠানের মাধ্যমে রোটারির ৬৪ জেলায় প্রকৃতি যাত্রা শুরু হলো। বিকালে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় সহযোগী সংস্থা প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংগঠন কারিগর প্রাণ, প্রকৃতি ও যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশন করে। রোটারি ক্লাব অফ ইকো ঢাকার প্রেসিডেন্ট রোটারিয়ান মনি নাসিম সুলতানা, প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান সাইফুল ইসলাম, কো-অর্ডিনেটর আহমেদ বাদল, সদস্য শেহনাজ সুবর্ণা, পরিবেশ কর্মী মাহমুদুল হাসান, উপজেলা যুবদল সভাপতি খন্দকার আবু নোমান এনাম, কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার, তেঁতুলিয়া থিয়েটার সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।