পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সৈকতের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পিআইও মো. মোকছেদুল আলম উপস্থিত ছিলেন।