সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ‘সিলেট ক্লাব’র সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশের চেকপোস্ট দেখে একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান ফেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যান থেকে ৫৮৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার সাইফুল ইসলাম এ তথ্য জানান।