রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু মিয়া পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাবলু মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।