ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত মদপানে নন্দিনী সরকার তুলি নামে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নন্দিনীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামে। স্বজনরা জানান, নন্দিনী এ বছর ঢামেকে ভর্তি হয়েছেন। পূজার ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দশমীর দিন বন্ধুদের সঙ্গে নিয়ে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।