নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলে অবস্থিত ফ্রেশ সিমেন্ট কারখানা থেকে ইসলামপুর পর্যন্ত বেহাল সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। গতকাল সকালে তার নির্দেশনায় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আবদুল হান্নান বেপারীর নেতৃত্বে সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ সময় বিএনপি নেতা শাহানুর, আল-আমিন, স্বপন, শ্রমিকদল নেতা জুয়েল রানা, যুবদল নেতা শাহীন রেজা, ছাত্রদল নেতা আবু তাহের রিফাত, হাসান বসরি ও আরিফুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় ২০ হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের এই রাস্তাটি বছরের পর বছর খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে ভোগান্তি পোহাতে হয় শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদের। স্থানীয়রা জানান, দুই যুগের বেশি সময় ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে ছিল। মান্নানের নিজস্ব অর্থায়নে শুরু হওয়া সংস্কার কাজে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন বলেন, বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলই করা যেত না। রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি।
বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, এলাকার মানুষের কষ্ট দেখে বসে থাকতে পারিনি। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।