বেগমপাড়া নামটি দেশের রাজনীতিতে মশহুর হয়ে উঠেছে অন্তত এক দশক ধরে। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। বাংলাদেশের চেয়ে প্রায় ৭০ গুণ বড় এ দেশটির জনসংখ্যা ঢাকা বিভাগের চেয়েও অনেক কম। ফলে যে কোনো পশ্চিমা দেশের চেয়ে কানাডায় অভিবাসন করা সহজ। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছর তিন হাজারের বেশি বাংলাদেশি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন। ২০০৬ থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত পিআর পেয়েছেন ৪৪ হাজার ১৮৬ জন বাংলাদেশি। সাম্প্রতিক বছরগুলোয় যেসব বাংলাদেশি বিনিয়োগকারী কোটায় কানাডায় পিআর পেয়েছেন, তাদের একটা অংশ মূলত অবৈধভাবে অর্জিত টাকায় সে দেশে বিনিয়োগ করেছেন। দেশ থেকে নেওয়া লুটের টাকায় সেখানে বিলাসী জীবনযাপন করছেন তারা। দেশের সম্পদ লুট করে কানাডায় যারা সম্পদ গড়েছেন তাদের মধ্যে আমলারা শীর্ষে। এ ছাড়া ব্যবসায়ী, রাজনীতিবিদরাও কানাডায় সম্পদ গড়েছেন। বহু ব্যবসায়ী-আমলা-রাজনীতিক তাদের পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন কানাডায়। তাদের নিয়েই গড়ে উঠেছে কথিত ‘বেগমপাড়া’। কানাডার এ বিশেষ এলাকার সঙ্গে যুক্ত হয়েছে ‘অর্থ পাচার’, ‘অর্থলুট’ শব্দগুলো। টরন্টোর পাশে লেক অন্টারিও তীরের শহর মিসিসাগা শহরের একটি বড় কনডোমিনিয়াম হঠাৎ করেই কানাডার গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে পরিণত হয় বছর দশেক আগে। যেখানে থাকে দক্ষিণ এশিয়া থেকে আসা বহু অভিবাসী পরিবার। এসব পরিবারের স্বামীরা কাজ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। স্বামীদের অনুপস্থিতিতে স্ত্রীদের নিঃসঙ্গ এবং কঠিন জীবনসংগ্রাম নিয়ে ভারতীয় পরিচালক রশ্মি লাম্বা তৈরি করেন একটি ডকুমেন্টারি ফিল্ম। নাম ‘বেগমপুরা দ্য ওয়াইভস কলোনি’। ভারতীয় সিনেমা পরিচালকের ওই ফিল্মের পর থেকে বাংলাদেশে বেগমপাড়া নামটি ব্যাপক প্রচার পায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পৌনে ১৬ বছরের স্বৈরাচারের পতন ঘটলেও আমলা ও রাজনীতিকদের পাচার করা একটি পয়সাও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পশ্চিমা দেশগুলো পাচারের অর্থ ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের ক্ষেত্রে কৃপণতায় ভুগছে।
শিরোনাম
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব