গাজীপুরের কোনাবাড়ীতে মেশিনের ভিতরে পড়ে হাসান (১৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রেন্ড ড্রপ নিটিং কারখানায় তার মৃত্যু হয়। হাসান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুহুদী গ্রামের মানিক ভুঁইয়ার ছেলে। তিনি কোনাবাড়ীর জরুন এলাকায় থাকতেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।
নিহতের দাদা আবদুর রশীদ জানান, হাসান প্রতিদিনের মতো শুক্রবার রাত ৮টার দিকে কর্মস্থলে যায়। রাত ৩টার দিকে কারখানায় দুর্ঘটনা ঘটে। হাসানকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, কারখানায় ডিউটির সময় হাসানের ঘুম ঘুম ভাব ছিল। অসাবধানতাবশত মেশিনের ভিতরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।