গাইবান্ধার পলাশবাড়ীতে দেশিয় মাছ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকালে উপজেলার বরিশাল ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।
জানা গেছে, আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে ডিম দেয় দেশীয় মাছ। এই মাছগুলো অবৈধভাবে শিকার করে একটি চক্র। এ ছাড়াও বিভিন্ন উপায়ে ব্রিজ-কালভার্টগুলোয় পানি প্রবাহে প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হয়। এসব অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
কৃষকরা জানান, পানির প্রবাহ আটকে দেওয়ায় রোপণ করা ধান পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, ‘অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা মাছগুলো ধরা হচ্ছে। পাশাপাশি পানি আটকিয়ে প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে। কয়েকটি জায়গায় গিয়ে তাদের সতর্ক করেছি।’