হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ে সুপার মার্কেট ভাঙার ষড়যন্ত্র ও লিজ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। উপজেলার দাউদনগর বাজারে গতকাল এ কর্মসূচি পালন করেন তারা।
বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এম এফ আহমেদ অলি রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি শুরু করেন মার্কেট ভাঙার ষড়যন্ত্র ও লিজ বাতিলের অপচেষ্টা। নিরীহ ব্যবসায়ীদের আওয়ামী লীগের দোসর তকমা দিয়ে মিথ্যা মামলা ও হামলার হুমকি দিচ্ছেন। এ ষড়যন্ত্র বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল বলেন, এখানে আমরা সবাই বৈধ ব্যবসায়ী। একটি মহল আমাদের কাছে চাঁদা দাবি করছে। তারা এখন লিজ বাতিলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বিএনপি নেতা এম এফ আহমেদ অলি চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের আমলে তাদের লোকজন মার্কেটটি দখল করতে চেয়েছিল। চক্রটি অবৈধভাবে লিজ এনে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অবৈধ লিজ বাতিলের একটি আদেশও হয়েছে।