যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ভারতীয় শিক্ষার্থী চন্দ্রশেখর পোল (২৭)। স্থানীয় সময় শুক্রবার রাতে একটি গ্যাসস্টেশনে পার্টটাইম কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হন।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অজ্ঞাতনামা এক বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলেই মারা যান চন্দ্রশেখর। তিনি মূলত ভারতের হায়দরাবাদের বাসিন্দা ছিলেন।
চন্দ্রশেখর ডেন্টাল সার্জারিতে স্নাতক শেষ করে ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। ছয় মাস আগে তিনি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পূর্ণকালীন চাকরি পাওয়ার আগ পর্যন্ত একটি গ্যাসস্টেশনে পার্টটাইম কাজ করতেন তিনি।
এ ঘটনার পর নিহতের পরিবার ভারতের সরকারের কাছে তার মরদেহ দ্রুত দেশে ফেরত আনার আবেদন জানিয়েছে।
বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি এবং তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রী টি হরিশ রাও শনিবার হায়দরাবাদে চন্দ্রশেখরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
টি হরিশ রাও বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, চন্দ্রশেখরের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।”
ঘটনার তদন্ত চলছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
সূত্রঃ এনডিটিভি
বিডি প্রতিদিন/আশিক