গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার ব্যবধানে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন সিআইডি পুলিশ। শুক্রবার রাতে ঢাকার সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মৃত রফু মিয়ার ছেলে। এসময় পুলিশ তার কাছ থেকে ৬টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত টর্চলাইট, কাটার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
শনিবার দুপুরে গাজীপুর সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ধীরাশ্রম এলাকার আব্দুল সোবহানের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আধাঘণ্টা তাণ্ডব চালায়। এসময় তারা প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর গাজীপুর মেট্রো সিআইডির একটি টিম ছায়া তদন্তে নামে এবং এলআইসির সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল