বিশ্বকাপ মানেই উত্তেজনা, আর প্রতিপক্ষ যদি হয় ভারত ও পাকিস্তান তাহলে সেই উত্তাপ যেন দ্বিগুণ হয়ে যায়। পুরুষদের মতো নারীদের ক্রিকেট বিশ্বেও এই দুই দলের লড়াই ঘিরে তৈরি হয় বাড়তি উত্তেজনা। রবিবার নারী ওয়ানডে বিশ্বকাপে এমনই এক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
এই ম্যাচকে ঘিরে কেবল মাঠের পারফরম্যান্স নয়, আলোচনা চলছে মাঠের বাইরের বিষয় নিয়েও। ম্যাচ শুরুর আগে হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল, যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও, যা ম্যাচের ফলাফল প্রভাবিত করতে পারে।
নারী ওয়ানডে ফরম্যাটে এখনো পর্যন্ত পাকিস্তান কখনোই হারাতে পারেনি ভারতকে। দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে, আর প্রতিবারই জয় পেয়েছে ভারত। প্রতিটি ম্যাচেই ভারত জয় পেয়েছে অন্তত ৮০ রানে বা ৫ উইকেটের ব্যবধানে। অর্থাৎ, পাকিস্তান একবারও লড়াইয়ে ফিরতে পারেনি।
ভারত বিশ্বকাপ শুরু করেছে জয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেয় তারা। অমানজোত কৌর ও দীপ্তি শর্মার নিচের সারির ব্যাটিং ছিল মূল চাবিকাঠি। স্পিন বিভাগে স্নেহ রানা, শ্রী চরনি ও দীপ্তি শর্মা ছন্দে রয়েছেন।
অন্যদিকে, পাকিস্তান প্রথম ম্যাচেই হেরে গেছে বাংলাদেশের কাছে। মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে যায় ফাতিমা সানার দল। ব্যাটিং লাইনআপ এখনো ভঙ্গুর। তবে সিদরা আমিন ও মুনীবা আলি সাম্প্রতিক সময়ে ফর্মে থাকলেও শ্রীলঙ্কায় তারা খুঁজে পাচ্ছেন না ছন্দ। বিশেষ করে সিদরা, যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি বড় ইনিংস খেললেও, এখানে পাঁচ ইনিংসে মাত্র ২৪ রান করেছেন।
সম্ভাব্য একাদশ
ভারত: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলিন দিওল, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), অমানজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌদ, শ্রী চরনি।
পাকিস্তান: মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), রামিন শামিম, ডায়ানা বেগ, সিদরা নবাজ (উইকেটকিপার), নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।
বিডি প্রতিদিন/মুসা