ইংলিশ প্রিমিয়ার লিগে লিগ শিরোপার খরা কাটানোর লক্ষ্যে দারুণ ছন্দে রয়েছে আর্সেনাল। এবারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে আরও এক গুরুত্বপূর্ণ জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে খেলেছে স্বাগতিকরা। বল দখলের লড়াইয়ে ছিল একচেটিয়া আধিপত্য, ৬৫ শতাংশের বেশি সময় বল নিজেদের পায়ে রেখেছে আর্সেনাল। ২১টি শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, যার দুটি সফলভাবে জালে পাঠানো হয়।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। শেষমেশ ৩৮তম মিনিটে লিড নেয় দলটি। এবেরেচি এজের শট ওয়েস্ট হ্যাম গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল চলে আসে ফাঁকায় থাকা ডেকলান রাইসের পায়ে। কোন ভুল না করে জোরালো শটে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে কিছুটা গতি হারায় আর্সেনালের আক্রমণ। তবে ওয়েস্ট হ্যামও তেমন কোনও প্রতিরোধ গড়তে পারেনি।
৬৭তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। ইউরিয়েন টিম্বার ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি স্পট কিকের নির্দেশ দেন। সাকা নিশ্চিতভাবেই সুযোগটি কাজে লাগান।
ম্যাচের মাঝপথে আবারও চোট পান আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। হাঁটুতে অস্বস্তি নিয়েও কিছুক্ষণ খেলার চেষ্টা করেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত ২৯তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন।
অন্যদিকে, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগ পায় ওয়েস্ট হ্যাম। কিন্তু কাছ থেকে হেড করে লক্ষ্যভ্রষ্ট করেন ক্যালাম মার্শাল। পুরো ম্যাচে তাদের চারটি শটের একটিও লক্ষ্যে ছিল না।
এই জয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল।
অপরদিকে, এই নিয়ে আসরে পঞ্চম হার নিয়ে চরম হতাশায় মাঠ ছেড়েছে ওয়েস্ট হ্যাম। ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ১৯ নম্বরে অবস্থান করছে তারা।
বিডি প্রতিদিন/মুসা