তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ১৪৭ রান করে আফগানিস্তান।
রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২৪ রান তুলতেই পড়ে যায় ৩ উইকেট। মাঝারি লক্ষ্যে পরপর দুই ম্যাচে প্রায় একইরকম ধস। আর দুই ম্যাচেই শক্ত হাতে দলকে বিপদ থেকে উদ্ধার করলেন নুরুল হাসান সোহান। অপরাজিত দুই ইনিংসে দলের জয় নিশ্চিত করা ব্যাটিংয়ের পর তাকে যোদ্ধা হিসেবে আখ্যায়িত করলেন জাকের আলী অনিক।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরুর পর মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে একপ্রান্তে অবিচল থেকে ১৩ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে দলকে জেতান সোহান।
পরদিন প্রায় একই অবস্থা। এবার ১৪৮ রানের লক্ষ্যে শামীম হোসেন ও জাকের আলি অনিক দুটি ভালো ইনিংস খেললেও, শেষে দ্রুত কিছু উইকেট হারিয়ে আবার পরাজয়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। তবে ব্যতিক্রম ছিলেন সোহান।
আরও একবার একপ্রান্ত আগলে রেখে ১ চার ও ৩ ছক্কায় ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩২ ছুঁইছুঁই এই ব্যাটার। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে প্রায় ৩ বছর পর টি-টোয়েন্টি দলে ফেরেন সোহান। ডাচদের বিপক্ষে একমাত্র ম্যাচে সুযোগ পেয়ে ১১ বলে খেলেন ২২ রানের অপরাজিত ইনিংস।
পরে এশিয়া কাপের সময় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে একাদশে সুযোগ পান সোহান। সেদিন ৬ বলে ১২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ভালো করতে পারেননি।
তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আবারও দুর্বার সোহান। সব মিলিয়ে ফেরার পর এখন পর্যন্ত ৫ ইনিংসে ১০৪ গড় ও ১৪৪.৪৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১০৪ রান। এমন দুর্দান্ত কামব্যাক করা সোহানকে তাই প্রশংসায় ভাসালেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
তিনি বলেন, “সব কৃতিত্ব ছেলেদের, যেভাবে খেলেছে। বোলাররা ভালো করেছে। বিশেষ করে সোহান ভাই। যেভাবে তিনি দলে ফিরেছেন এবং পরপর দুই ম্যাচে নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন। লম্বা সময় পর ফিরে এমন পারফরম্যান্স করা, যোদ্ধার মতো খেলা একদমই সহজ নয়। ছেলেদের নিয়ে আমি গর্বিত।”
পরপর দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজের ট্রফি নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। দুই জয়ের মধ্যে প্রথমটির তুলনায় দ্বিতীয়টিতে দলের পারফরম্যান্সে বেশি তৃপ্ত জাকের।
তিনি বলেন, “দুই ম্যাচেই আমরা ভালো খেলেছি। বিশেষ করে আজকে বেশি ক্লিনিক্যাল ছিলাম। আজকের উইকেট তুলনামূলক ভালো ছিল। বোলাররা মঞ্চ সাজিয়ে দিয়েছে। ভালো উইকেটে ছেলেরা ভালো ক্যারেক্টার দেখিয়েছে।”
বিডি প্রতিদিন/নাজিম