রাজধানীসহ সারা দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। যে কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়।
তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। রবিবার (৫ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
গুলশানে হোটেল লেক ক্যাসলে রিজনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স কনফারেন্সে সকাল ৯টায় অংশগ্রহণ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকাল ৯টায় গুলশানে হোটেল লেক ক্যাসলে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি
ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বেলা সাড়ে ১১টায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেলা ১১টায় কূটনীতিক প্রোগ্রাম এবং দুপুর ১টায় ‘আমরা বিএনপি পরিবার’র কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় প্রতিবাদসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ