চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে আতশবাজির প্রদর্শনী ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হয়েছে। স্কাই থিয়েটারে “অক্টোবর: দ্য সাউন্ড অব ব্লুমিং ফ্লাওয়ারস” শিরোনামের প্রদর্শনী চলাকালে আতশবাজির নিয়ন্ত্রণ হারিয়ে আগুন সরাসরি দর্শকদের ওপর ছিটকে পড়ে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে। আতঙ্কে শত শত দর্শক চিৎকার করতে করতে ছুটতে থাকে। অনেকে চেয়ার দিয়ে মাথা ঢেকে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশ জুড়ে আগুনের ফুলকি নেমে আসছে, যা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট অগ্নিকাণ্ড সৃষ্টি করে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এসব আগুন কয়েক মিনিটের মধ্যেই নিভিয়ে ফেলা হয় এবং কেউ গুরুতর আহত হননি।
লিউইয়াং ব্যুরো অব কালচার অ্যান্ড ট্যুরিজম জানিয়েছে, শুকনো আবহাওয়ার কারণে সামান্য স্ফুলিঙ্গও ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা তৈরি করেছিল। সতর্কতার অংশ হিসেবে চারপাশে এক মাইলজুড়ে নিরাপত্তা এলাকা গড়ে তোলা হয় এবং অতিরিক্ত ফায়ার সার্ভিস সদস্য মোতায়েন করা হয়।
চীনে এটিই প্রথম নয়। সম্প্রতি আউটডোর ব্র্যান্ড Arc’teryx এবং শিল্পী Cai Guo-Qiang তিব্বতে আতশবাজির প্রদর্শনী করে ব্যাপক সমালোচিত হন। পরে তারা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
তবে সাম্প্রতিক এই ধারাবাহিক দুর্ঘটনা চীনে বড় প্রশ্ন তুলেছে—ঝুঁকি নিয়ে এ ধরনের চমকপ্রদ প্রদর্শনী আয়োজন কতটা যৌক্তিক?
সূত্র: দ্যা সান
বিডি প্রতিদিন/আশিক