ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙতে ৪৫টি জাহাজে করে গাজার দিকে যাচ্ছিলেন প্রায় ৫০০ অধিকারকর্মী, যার মধ্যে ছিলেন চিকিৎসক, সাংবাদিক, পরিবেশবাদী ও বিভিন্ন পেশার মানুষ।
গাজার উপকূলে পৌঁছানোর আগে গত সপ্তাহে ইসরায়েলের নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের ধরে নিয়ে যায় এবং তাদের ওপর বর্বরতা চালানো হয়।
যাদের মধ্যে ছিলেন ইতালির সাংবাদিক লরেঞ্জো অগোস্টিনো, তিনি বার্তাসংস্থা আনাদোলুকে বলেন, “ইসরায়েল আমাদের সঙ্গে টেররিস্টের মতো আচরণ করেছে। দুই দিন কোনো পানীয় জল দেওয়া হয়নি। চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাফ, পর্যাপ্ত কাপড় ছাড়া প্রচণ্ড ঠান্ডার ভ্যানে রাখা হয়েছিল। আমার মনে হচ্ছিল যেন কোনো বর্বর জায়গায় আছি।”
বর্তমানে, আটক থাকাদের মাঝ থেকে ১৩৭ জন অধিকারকর্মীকে শনিবার (৪ অক্টোবর) তুরস্কে পাঠানো হয়েছে। লরেঞ্জো অগোস্টিনো জানিয়েছেন, তাদের আসোদ বন্দরে পৌঁছানোর সময় উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন-গিভি বন্দরের বাইরে উপস্থিত ছিলেন এবং নিশ্চিত করছিলেন তাদের সঙ্গে ‘সন্ত্রাসীর মতো’ আচরণ করা হচ্ছে।
অগোস্টিনো বলেন, “আমরা আশা করছিলাম এই বর্বরতা দ্রুত শেষ হবে।”
বিডি প্রতিদিন/আশিক