নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মোমেনা বেগম (৫০) ও তার মেয়ে রত্না খাতুন (২৪)। তারা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার আবিরপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, তারা বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।