সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ের স্বাদ পেয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (৪ অক্টোবর) ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে রেড ডেভিলরা ২-০ গোলে জয়লাভ করে। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিলো ইউনাইটেড, এবং মাত্র ৮ মিনিটের মধ্যে ব্রায়ান এমবুমোর ক্রসে পা ভাঁজ করে জালে বল পাঠান মাউন্ট।
৩১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ২২ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড সেসকো, যখন সান্ডারল্যান্ডের ক্লিয়ারিং ভুলকে কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি। এটি তার টানা দ্বিতীয় ম্যাচে গোল।
জয়ে ফিরলেও বল দখলের লড়াই ছিল দুদলের মধ্যে প্রায় সমান। ইউনাইটেড ১৫টি শট নিয়েছিল, যার মধ্যে ছিল ৬টি লক্ষ্যে। অন্যদিকে, সান্ডারল্যান্ড ৮টি শট নেয়, তার মধ্যে ৩টি লক্ষ্যভেদ হয়।
এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড সাত ম্যাচে ৩ জয় ও ১ ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে আপাতত অষ্টম স্থানে উঠে এসেছে। ১ ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে শহরের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ড রয়েছে ষষ্ঠ স্থানে, ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে।
এর আগে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হার খেয়ে হতাশা নিয়েই মাঠে নেমেছিল ইউনাইটেড, তবে এবার তারা শক্ত প্রতিপক্ষকে হারিয়ে প্রত্যাবর্তন করেছে।
বিডি প্রতিদিন/মুসা