নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা—মাঠে যেমন, তেমনি মাঠের বাইরেও। সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের ঠিক আগমুহূর্তে শনিবার (৪ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনের সময় দেখা গেল অপ্রত্যাশিত এক ঘটনা, মাঠে ঢুকে পড়ল একটি সাপ।
ভারতীয় দলের অনুশীলনের সময় হঠাৎই মাঠে ঘুরে বেড়াতে দেখা যায় সাপটিকে। স্থানীয়ভাবে এ ধরনের সাপকে 'গারান্দিয়া' বা 'ইঁদুরখেকো সাপ' বলা হয়, এটি সাধারণত বিষহীন ও মানুষের জন্য ক্ষতিকর নয়। ফলে আতঙ্কের বদলে এই ঘটনাটি কৌতূহলই জাগায়। ভারতীয় ক্রিকেটার, কোচিং স্টাফ এবং উপস্থিত সাংবাদিকরা হাস্যরসের সঙ্গেই বিষয়টি উপভোগ করেন।
প্রেমাদাসা স্টেডিয়ামে অবশ্য এটাই প্রথমবার নয়; এর আগেও লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ চলাকালীন সাপের দেখা মিলেছিল একই ভেন্যুতে।
এদিকে মাঠে সাপের উপস্থিতির চেয়েও বেশি আলোচনায় রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে করমর্দন বিতর্ক। পুরুষদের এশিয়া কাপে দুই দলের ক্রিকেটাররা করমর্দন এড়িয়ে গিয়েছিলেন, যার রেশ এবার নারী দলের মধ্যেও পড়তে পারে বলে শঙ্কা ভারতীয় সংবাদমাধ্যমের। তাদের দাবি, ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান দল এবং হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল হয়তো ম্যাচের আগে করমর্দন থেকে বিরত থাকতে পারে।
বিডি প্রতিদিন/মুসা