লা লিগায় এক ম্যাচ বিরতির পর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে শাবি আলোনসোর দল। দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের প্রথমার্ধে কিছুটা ম্লান থাকলেও বিরতির পরই বদলে যায় রিয়ালের চেহারা। ৪৭তম মিনিটে এমবাপের ফ্লিক থেকে বল পেয়ে দূরের পোস্ট লক্ষ্য করে শট নেন ভিনিসিউস। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।
৬৯তম মিনিটে সফল পেনাল্টি কিকে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিউস। তিনি নিজেই ফাউলের শিকার হয়েছিলেন।
৮১তম মিনিটে ব্যবধান ৩-১ করেন কিলিয়ান এমবাপ্পে। ব্রাহিম দিয়াসের পাস পেয়ে ডান পায়ের শটে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। এরপর চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
৭৩তম মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান জর্জেস মিকাউতাদজে। রিয়াল গোলরক্ষক কোর্তোয়া ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি তার বুলেট গতির শট। তবে এরপরই ম্যাচে বড় ধাক্কা খায় ভিয়ারেয়াল। ভিনিসিউসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সান্তিয়াগো মরিনো, ফলে ১০ জনের দলে পরিণত হয় তারা।
রিয়াল ম্যাচে বল দখলে ছিল প্রায় ৭০ শতাংশ সময়। তারা ২৬টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে ভিয়ারেয়াল নেয় ৯টি শট, মাত্র ২টি ছিল লক্ষ্যে।
এই জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে ৫-২ গোলে জেতা বার্সেলোনা নেমে গেছে দুই নম্বরে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা পরবর্তী ম্যাচে জয় পেলেই আবার শীর্ষে ফিরে আসবে।
বিডি প্রতিদিন/মুসা