রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ঠাকুরদাস গ্রামের বাসিন্দা। কাউনিয়া থানার ওসি আবদুল লতিফ শাহ্ জানান, জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।