কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ১৬১ বোতল মদ, ১ হাজার ৯৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৯০০ পিস অ্যামলোডিপাইন ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। পৃথক এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল এ সব মাদক ও ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ৩৫-জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।