গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে নীলফামারীতে। জেলা প্রশাসন ও বন বিভাগের বাস্তবায়নে গতকালল শহরের পাঁচমাথা মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, গাছেরও প্রাণ রয়েছে। এই গাছগুলোর ওপর পেরেক মেরে নানা প্রচারণা চালানো হচ্ছে। এর ফলে গাছের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে। গাছকে স্বাভাবিকভাবে বাঁচতে দিতে এ কর্মসূচি।