সাজাপ্রাপ্ত হয়ে ২২ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সকালে পটুয়াখালীর বাউফল থানার রহমতনগর সূর্যমণি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফিরোজ বাউফল উপজেলার কবিরকাঠি গ্রামের বাসিন্দা।
পটুয়াখালী র্যাব-৮ এক প্রেস রিলিজে জানায়, ২০০৩ সালে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগপত্র অনুযায়ী তিনি ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।