দেশের ভ্রমণ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সাইমন হলিডেজ-এর শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা। সম্প্রতি ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারী ও কর্মীরা শ্রীলঙ্কার সব হলিডে প্যাকেজে ১০% ছাড় এবং ড্রুক এয়ার হলিডে প্যাকেজে ১৫% ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন- জোয়াদার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট এবং সাইমন হলিডেজ-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন ইউসুফ সোহেল, জেনারেল ম্যানেজার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হোসাইন মোহাম্মদ জাকারিয়া, হেড অব কাস্টমার প্রপোজিশন এবং সাইমন হলিডেজ-এর মাহবুবুর রহমান, ম্যানেজার অপারেশনস এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/মুসা