আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস করপোরেশন বাংলাদেশে তাদের প্রথম হোটেল ‘হায়াত প্লেস ঢাকা উত্তরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
বুধবার (১৯ নভেম্বর) ৮৫ রুম-বিশিষ্ট এই হোটেলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আধুনিক নকশা, বিশ্বমানের সেবা ও আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে হোটেলটি যাত্রা শুরু করল রাজধানীর উত্তরায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত হায়াত প্লেস ঢাকা উত্তরায় রয়েছে কিং, টুইন এবং বিমানবন্দর রানওয়ে ভিউসহ ৮৫টি সুসজ্জিত রুম। অতিথিরা ‘জিং’ রেস্তোরাঁয় খাবার এবং ‘দ্য মার্কেটে’ বিভিন্ন স্ন্যাকস উপভোগ করতে পারবেন। আর রুফটপে ‘জিং স্কাইবার’ থেকে দেখা যাবে সূর্যাস্ত ও রানওয়ের মনোরম দৃশ্য।
হোটেলে রয়েছে ২০০ জন ধারণক্ষমতার ডাইনিং স্পেস, ব্যাঙ্কুয়েট হল ও মিটিং রুম। পোশাক খাত–সংশ্লিষ্ট ব্যবসায়িক ভ্রমণকারী, বিদেশি ক্রেতা, সোর্সিং এজেন্ট, কনসালটেন্ট, এয়ারলাইন ক্রু—সবার জন্যই আদর্শ অবস্থান হতে পারে এ হোটেল। গাজীপুর শিল্পাঞ্চল ও আসন্ন মেট্রোর নিকটবর্তী হওয়ায় বিজনেস ট্রাভেলারদের জন্য এটি সুবিধাজনক গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলের জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটাইর বলেন, ‘বিমানবন্দরের এত কাছাকাছি অবস্থান অতিথিদের জন্য যাতায়াতে বাড়তি সুবিধা দেবে। আধুনিক ডিজাইন, উন্নত সংযোগ এবং ২৪ ঘণ্টা সেবার মাধ্যমে আমরা দেশি–বিদেশি অতিথিদের জন্য নতুন মান তৈরি করতে প্রস্তুত।’
হায়াত প্লেস ঢাকার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এটি শুধু আন্তর্জাতিক অতিথিদের জন্যই নয়, বরং উত্তরার ক্রমবর্ধমান নগর করিডোরে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
হোটেল, রুম রিজার্ভেশন ও অন্যান্য তথ্য জানতে হায়াত প্লেসের ওয়েবসাইটে ভিজিট করা যাবে।
বিডি-প্রতিদিন/সুজন