চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে ফটিকছড়ির লেলাংয়ের শাহনগর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে লেলাং ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ৩১ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে। সেই লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সজাগ থাকতে হবে।
লেলাং ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। লেলাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক শাকিল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিরহাট পৌরসভা বিএনপির এজাহার মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, শাহনেওয়াজ চৌধুরী সেবুল, ফরিদুল আলম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, নুরুল হুদা, খালেদ বাবুল, এজহার মেম্বার, মো. শাহরিয়া, আজম খান, এস এম মুনসুর, ফয়েজ তারেক, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, জাহেদ মেম্বার, হাসানুল কবির, আমান উল্লাহ, দৌলত মিয়া, আহমেদ রশিদ, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন, এম. মাহফুজ প্রমুখ। ক্যাপশন: ফটিকছড়ির লেলাংয়ে জনসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল