দেশের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা প্রার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করলো বিটোপিয়া গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। এর মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের নানা পরীক্ষা আরও সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
তারা বলছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা যাচাইয়ের ক্ষেত্রে বাংলাদেশে এক নতুন মানদণ্ড স্থাপন হলো।
সম্প্রতি ঢাকায় উদ্বোধন করা হয়েছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার-ভিত্তিক পরীক্ষাকেন্দ্র। ভেন্যুটি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
জানা গেছে, পরীক্ষাকেন্দ্রটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো-এখানে একসাথে ১৫০ জনের বেশি পরীক্ষার্থী অত্যাধুনিক কম্পিউটার সুবিধাসহ পরীক্ষা দিতে পারবেন। আইইএলটিএস, আইসিটি ব্যবহারিক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রবেশিকা পরীক্ষা কিংবা পেশাদার সার্টিফিকেশন-সব ধরনের পরীক্ষার জন্যই এটি একটি আদর্শ পরিকাঠামো।
অনুষ্ঠানে বিডিকলিং আইটি লিমিটেডের পক্ষ থেকে সিইও মোহাম্মদ মনির হোসেন; চেয়ারম্যান সাবিনা আক্তার, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সাম ডিরেক্টর ম্যাক্সিম রাইম্যান ও এক্সাম অপারেশনস ডিরেক্টর জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া বিডিকলিং অ্যাকাডেমি’র জিএম রনি চৌধুরী ও এজিএম রনি সাহাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই