দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা পর্যটন নগরী কক্সবাজার। এখানেই রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত। শুধু তাই নয়, অপরূপ সমুদ্রের পাশেই রয়েছে নয়নাভিরাম সবুজ পাহাড়ের হাতছানি। কক্সবাজারের এই অপরূপ পর্যটন স্পট হিমছড়ি। আর এখানেই পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস্ গ্রুপ নির্মাণ করেছে নান্দনিক স্থাপত্যশৈলীর চার তারকা আন্তর্জাতিক মানের পর্যটন হোটেল আমেরিকান চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ ও পরিচালনা কনসালট্যান্টস্ এই হোটেল নির্মাণ ও পরিচালনার সাথে সরাসরি যুক্ত।
এই হোটেল এমন এক পরিবেশে-যেখানে হাত বাড়ালেই আকাশ আর পাহাড়ের হাতছানি, আবার পা বাড়ালেই বিশাল সাগর। আমেরিকান চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্ হোটেলে বসেই আপনি উপভোগ করতে পারেন পাহাড়ের নির্জনতা আর সাগরের উত্তাল গর্জন। হোটেলের রুফ টপে রয়েছে এক অসাধারণ সুইমিংপুল।
যাদের বিনিয়োগে বাংলাদেশে প্রথম সুদবিহীন হালাল আয়ের আন্তর্জাতিক মানের এই হোটেল নির্মিত হয়েছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন। প্রবাসী ভাই-বোনেরা ও এখন গোল্ডস্যান্ডস্ গ্রুপের পাঁচ তারকামানের পর্যটন হোটেলে বিনিয়োগ করে সাব-কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিকানা লাভ করে আজীবন সুদমুক্ত হালাল আয়ের সুযোগ নিতে পারেন।
বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্ বিশ্বের যে কোনো আন্তর্জাতিকমানের নান্দনিক হোটেলের চেয়েও সেরা।
এখন পুরো দমে ট্রায়াল ও বুকিং চলছে। উদ্বোধনের আগেই একবার ঘুরে আসুন, দেখে আসুন নিজের চোখে। আমেরিকান চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্-এ প্রকৃতির সাথে অবকাশ যাপনের আনন্দ উপভোগ করুন।
গোল্ডস্যান্ডস গ্রুপ
কর্পোরেট হেড অফিস : নাসা হাইটস, গুলশান-১, ঢাকা, ফোন : ০১৮৭৭ ৭১৫৩৩৩
বিডি প্রতিদিন/জুনাইদ