নোয়াখালীর সদর উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামে হাজী ছইদ মিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ ও স্থানীয় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লায়ন্স ক্লাব অব নোয়াখালী মাইজদীর উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ৩৫ জন এতিম শিক্ষার্থীকে পোলাও ও মুরগির মাংসসহ দুপুরের খাবার পরিবেশন করা হয়।
এছাড়া, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ওই গ্রামের কয়েকজন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নোয়াখালী মাইজদীর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হাজেরা পারভিন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন, নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহির উদ্দিন, সদস্য শাহাদাত হোসেন এবং অ্যাডভোকেট ইকবাল হোসেন কাজল।
বিডি প্রতিদিন/জামশেদ